Quantcast
Channel: মধুপুর –টি নিউজ বিডি

দেশে খাদ্যের কোন ঘাটতি দেখা দিবে না- ড. আব্দুর রাজ্জাক

$
0
0

হাফিজুর রহমান, মধুপুর ॥
আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশে খাদ্যের কোন ঘাটতি দেখা দিবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশে^র উন্নয়নের রোল মডেল। কৃষি দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের জিডিপিতে কৃষির অবদান কমে এলেও কৃষির গুরুত্ব কমে নাই। কৃষির উন্নয়নই দেশের অন্যান্য উন্নয়নকে ত্বরান্বিত করে থাকে। এজন্য কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এখনও দেশের ৬০-৭০ ভাগ মানুষ গ্রামে বাস করে। এসব মানুষের এখনও জীবিকার মূল উৎস কৃষি। কৃষিতে আমাদের অর্জন অনেক। যারা মাঠে কাজ করে রোদে, বৃষ্টিতে পুড়ে তাদের রক্ত, ঘামকে সোনালি ফসলে রূপান্তর করে, সেই কৃষক সমাজের অবদান অনেক বেশি। তারা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি স্থাপন করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর্থসামাজিক উন্নয়নের একটা ভিত্তি হয়েছে এবং একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা হল রুমে শিক্ষার্থীদের ও দুস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণ, সার, বীজ, সেচসহ কৃষি উপকরণে ভর্তুকি প্রদান এবং ফসলের উন্নতজাত উদ্ভাবন ও চাষের ফলে দেশে কৃষিক্ষেত্রে ও খাদ্য উৎপাদনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ফলে, এখন বাংলাদেশে কোন মানুষ অনাহারে থাকে না, করোনাসহ শত দুর্যোগের মাঝেও কেউ না খেয়ে থাকে না। শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায় ও সমতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়সহ সকল স্তর হতে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে সমূলে দূর করতে কঠোরভাবে চেষ্টা করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি- যুদ্ধাপরাধী, মানবতা বিরোধীরা সাম্প্রদায়িকতা ও ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল। তারা সবসময় সাম্প্রদায়িকতা রাষ্ট্রীয়ভাবে মদদ দিয়েছে, লালন-পালন করেছে। এখনও এই অশুভ শক্তি সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে ষড়যন্ত্রে লিপ্ত। তারা নানাভাবে উসকানি দিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক আতাউল গনি, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির আহমেদ শরীফ, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী, মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান প্রমুখ।
মধুপুর উপজেলা পরিষদের অর্থায়নে ২৫৮ জন শিক্ষার্থীকে ১৫শ’ টাকা করে উপবৃত্তি এবং ১৭ জন দুস্থ ব্যাক্তিদের ধর্ম বিষয়ক মন্ত্রনালয় থেকে জন প্রতি ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

The post দেশে খাদ্যের কোন ঘাটতি দেখা দিবে না- ড. আব্দুর রাজ্জাক appeared first on টি নিউজ বিডি.


মধুপুরে সোমেশ্বরী সিমসাং নদীতে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

$
0
0

সাইফুল ইসলাম, মধুপুর ॥
সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতার দাবিতে টাঙ্গাইলের মধুপুরের ভূটিয়া হাইস্কুল মোড়ে মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদ।
বাগাছাস কেন্দ্রীয় সংসদের সভাপতি জন যেত্রার সভাপতিত্বে এবং জ্যাক হাজং এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাগাছাস কেন্দ্রীয় সংসদের সভাপতি জন যেত্রা। তিনি বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে ঐতিহ্যবাহী গারো গ্রামগুলো বিলীন হয়ে যাচ্ছে। আজ আদিবাসীরা একত্রিত হয়েছে কারণ এই অন্যায় আর মেনে নেওয়া যাবে না। তাই প্রত্যেকের নিজনিজ জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। মনে রাখতে হবে নিজেদের অন্যায় অধিকার নিজেদেরই সংগ্রাম করে অধিকার আদায় করতে হবে।
সমাজকর্মী হেলিন যেত্রা বলেন, মধুপুরেই শুধু সমস্যা নয়, দূর্গাপুরেই শুধু সমস্যা নই। যেখানেই আদিবাসী মানুষের বসবাস সেখানেই সমস্যা। অবৈধ বালু উত্তোলনের ফলে সেখাকার চাষাবাদ জমি ঘরবাড়ি গ্রামসহ বিলীন হয়ে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আদিবাসি মানুষরা কোথায় যাবে। এই সোমেশ্বরী (সিমসাং) নদীর বালু উত্তোলনের ফলে গুটিকয়েক মানুষ লাখপতি হচ্ছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই। তাই যত দ্রুত সম্ভব অবৈধ বালু উত্তোলন বন্ধ হোক।
কেন্দ্রীয় সংসদ বাগাছাসের সাধারণ সম্পাদক অলিক মৃ বলেন, যে পাঁচটি গ্রাম আজ সমস্যার সম্মুখীন হচ্ছে অর্ধেক গ্রাম আজ বিলীন হয়ে গেছে। এই রাষ্ট্রের কাছে জোর দাবি জানাচ্ছি অতিদ্রুত স্থায়ী বাঁধ নিমার্ণ করতে হবে। যাতে আর কোন গ্রাম বিলীন না হয়ে যায়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদেরকে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। আদিবাসীর নিরাপত্তা দেওয়া রাষ্টের দায়িত্ব। শুধুমাত্র সোমেশ্বরী সমস্যা নয়, বাসন্তী রেমার সমস্যা নয়, এমনি অনেক শতশত সমস্যা পাহাড় এবং সমতলে রয়েছে যা আদিবাসীদের সুরক্ষায় রাষ্টের দায়িত্ব রয়েছে এবং আদিবাসীদের নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।
বাগাছাস ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ডন যেত্রা বলেন, আমরা দাবি জানাই যারা অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত তাদেরকে অতিবিলম্বের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। স্থায়ী বাঁধ করতে হবে। এই নদী, এই বন, এই মাটি না থাকলে আদিবাসী মানুষরা বেঁচে থাকতে পারে না।
সভাপতির বক্তব্যে জন যেত্রা বলেন, যেখানেই বারবার নিপীড়ন হয়, যেখানেই আদিবাসীদের সমস্যা হয় সেখানেই বাগাছাস প্রথম সারিতে থেকে লড়াই করে যাচ্ছে। আজকে আমরা সংশয় প্রকাশ করি, আর কত ঘরবাড়ি ভাঙ্গলে আর কত গ্রাম বিলীন হলে প্রশাসনের টনক নড়বে। আজ আপনাদের বলতে চাই মধুপুরবাসী সারা বাংলাদেশের আদিবাসী আপনাদের সাথে আছে। আমরা নদী, পাহাড়, প্রকৃতিকে ভালোবাসি। অবৈধ বালু উত্তোলন বন্ধ করে প্রকৃতিকে নিজের মতো করে চলতে দিতে হবে। অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দিতে হবে দাবি জানিয়ে মানববন্ধন সমাপ্তি ঘোষণা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাগাছাস কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমাতুষ ম্রং, বাগাছাস ঢাকা মহানগর শাখার সদস্য সচিব শোভন ম্রং, বাগাছাস মধুপুর শাখার সভাপতি নিউটন মাজি প্রমূখ।

The post মধুপুরে সোমেশ্বরী সিমসাং নদীতে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন appeared first on টি নিউজ বিডি.

মধুপুরে সম্ভাব্য অভিবাসীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

$
0
0

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে সম্ভাব্য অভিবাসীদের নিয়ে পূর্বপ্রস্তুতি মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস আইএমডিসি প্রকল্পের জলছত্র তথ্যগৃহ আইসিটি সেন্টার কর্তৃক আয়োজিত ইদিলপুর ওয়াইএমসি হল রুমে অনুষ্ঠিত কর্মশালা অনুষ্ঠিত হয়।
তথ্যগৃহ আইসিটি সেন্টারের সভাপতি অজয় এ মৃ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হেরিদ সিমসাং, ওয়াইএমসি’র সাধারণ সম্পাদক পাপ্পু মৃ, কারিতাস আইএমডিসি প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার সুষ্ময় নকরেক, লেয়া রেমা, কমিউনিটি ভলান্টিয়ার মেরী চাম্বুগং, রত্না মাংসাং প্রমূখ। কর্মশালায় সম্ভাব্য অভিবাসীদের বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় ইদিলপুর গ্রামের ৪০ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন।

The post মধুপুরে সম্ভাব্য অভিবাসীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত appeared first on টি নিউজ বিডি.

মিল মালিক, পাইকার ও ফড়িয়ারা অতিমুনাফার ষড়যন্ত্রে লিপ্ত- কৃষিমন্ত্রী

$
0
0

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, মিল মালিক, পাইকার ও ফড়িয়ারা মিলে একযোগে অতিমুনাফা করার জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, করোনা পরিস্থিতিতেও দেশে খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে। গত বোরো মৌসুমেও ধানের অত্যন্ত ভাল উৎপাদন হয়েছে। কিন্তু কয়েক দফার দীর্ঘস্থায়ী বন্যার কারণে আমন ধান উৎপাদন কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আশানুরূপ উৎপাদন না হওয়ার আশংকা দেখা দিচ্ছে। এসব কারণে আমরা লক্ষ্য করছি, যারা মিল মালিক, পাইকার ও ফড়িয়ারা মিলে অতিমুনাফা করার জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সরকার এদের ষড়যন্ত্রের ব্যাপারে খুব সতর্ক ও কঠোর অবস্থানে আছে।
কৃষিমন্ত্রী রবিবার (২৫ অক্টোবর) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তৃতায় একথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই কৃষিবান্ধব ও কৃষকদরদী। তাঁর নেতৃত্বে সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণ, সার, বীজ, সেচসহ কৃষি উপকরণে ভর্তুকি প্রদান এবং ফসলের উন্নতজাত উদ্ভাবন ও চাষের ফলে দেশে খাদ্য উৎপাদনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই দুর্যোগেও এখন পর্যন্ত দেশে খাদ্যের কোন সংকট হয়নি। সামনের দিনগুলোতেও যে কোন পরিস্থিতিতে কোনক্রমেই যাতে মানুষের খাদ্য সংকট না হয় সেজন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছে। সরকারের লক্ষ্য হলো বাংলাদেশের কোন মানুষকে যাতে না খেয়ে কষ্ট করতে না হয় সেটার নিশ্চয়তা দেয়া। সেজন্য প্রয়োজন হলে অল্প পরিমাণ চাল বিদেশ থেকে আমদানি করা হবে।
এ সময় মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান, উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, পৌরসভার মেয়র মাসুদ পারভেজসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ‘বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের’ আওতায় তিনতলা ভবন আশ্রয়কেন্দ্রটি নির্মিত হচ্ছে। এতে নির্মাণ ব্যয় হবে প্রায় তিন কোটি টাকা।

The post মিল মালিক, পাইকার ও ফড়িয়ারা অতিমুনাফার ষড়যন্ত্রে লিপ্ত- কৃষিমন্ত্রী appeared first on টি নিউজ বিডি.

মধুপুরে স্বপ্নের জাল বুনছেন সেই বাসন্তি রেমা

$
0
0

আনসার আলী, মধুপুর ॥
বাসন্তি রেমার কলাবাগান কেটে ফেলার পর ধারদেনা, ঋণ, ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল। চিন্তায় পড়েছিলেন তিনি। কিভাবে চলবে তার সংসার। এ সময় পাশে এসে দাঁড়ায় কবি, সাংবাদিক, সাহিত্যিক, মানবাধিকার কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের সহযোগিতায় ধারদেনা, ঋণ পরিশোধ করে এখন তার কেটে ফেলা কলাবাগানের জমির একপাশে একটি মুদির দোকান করে সংসার চালাবে এমন চিন্তায় ভাবনায় বাসন্তি নতুন করে স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মধুপুর উপজেলার পেগামারি গ্রামের কলার জমিতে সকলের সহযোগীতায় একটি মুদি দোকান ঘর তোলার কাজ শুরু করে। আর মুদি দোকান ঘর কাজের উদ্বোধন করেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সহসভাপতি সাংবাদিক আনছার আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক অলিক মৃ, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ডন যেত্রা, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাদিল মৃ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেনেডি রিছিল, এলাকাবাসী মারকিন রেমা, বাসন্তী রেমার আত্মীয় সুকৃতি যেত্রা ও বাসন্তী রেমা। এ সময় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বাসন্তী রেমা টিনিউজকে জানান, সকলের সহযোগীতায় সে ইতিমধ্যে আমার বাড়ী আমার খামারে ৫৩ হাজার ২০০ টাকা, থাংআনি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৪৪ হাজার ১৫০ টাকা, আশা এনজিও’র ৪৪ হাজার ৮১৮ টাকা, বাওগাওয়া ১৯ হাজার টাকা ঋণ পরিশোধ করেছে। অবশিষ্ট টাকা দিয়ে একটি দোকান করে সংসার চালাবেন এমনটাই স্বপ্ন দেখছেন তিনি। তাকে যারা সহযোগীতা করেছে তাদেরকে যেন ঈশ্বর ভাল রাখেন সেজন্য আশির্বাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরোও জানান, মধুপুর উপজেলা প্রশাসনের প্রতিশ্রুতি দেয়া ঘরটি যেন তিনি দ্রুত পান সে দাবিও জানান।

 

 

 

The post মধুপুরে স্বপ্নের জাল বুনছেন সেই বাসন্তি রেমা appeared first on টি নিউজ বিডি.

মধুপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

$
0
0

সাইফুল ইসলাম, মধুপুর ॥
টাঙ্গাইলে মধুপুরে বাসের ধাক্কায় আব্দুল বাছেদ (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে মধুপুর মহাসড়কের গাঙ্গাইর গুমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। নিহত ভ্যান চালক গাঙ্গাইর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
মধুপুর থানার (ওসি) তারিক কামাল টিনিউজকে জানান, মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস গাঙ্গাইল এলাকায় পৌছালে একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাপা খেয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়েছে। লাশ আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

The post মধুপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের appeared first on টি নিউজ বিডি.

মধুপুরে এক মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

$
0
0

সাইফুল ইসলাম, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত তোতা মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত তোতা মিয়া মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী গ্রামের সুতারপাড়ার আব্দুস ছামাদের ছেলে।
স্থানীয়রা টিনিউজকে জানান, মাদকাসক্ত ছেলে তোতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা-মা। অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তোতাকে গ্রেফতার করে। শনিবার (৩১ অক্টোবর) তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল টিনিউজকে জানান, পূর্বেও তোতা মিয়া আটক হয়ে কারাগারে গিয়েছিলেন। পরে তিনি কারাগার থেকে বেরিয়ে এসে আবারও নেশা করার জন্য টাকার দাবিতে বাবা-মাকে নানাভাবে অত্যাচার করে আসছিল। সহ্য করতে না পেরে তার বাবা-মা থানায় অভিযোগ দেন।

 

The post মধুপুরে এক মাদকসেবীর এক বছরের কারাদণ্ড appeared first on টি নিউজ বিডি.

মধুপুরে বন্যা আশ্রয়নকেন্দ্রের ঢালাই কাজের উদ্বোধন

$
0
0

সাইফুল ইসলাম, মধুপুর ॥
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় বন্যা আশ্রয়ন কেন্দ্রের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) মধুপুরে বন্যা আশ্রয়ন কেন্দ্রের ঢালাই কাজের সূচনা করেছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা।
মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা জানান, মধুপুরে বন্যা আশ্রয়ন কেন্দ্রটি তিন তলা বিশিষ্ট ভবন। এতে নির্মাণ ব্যয় প্রায় তিন কোটি টাকা। ইতিপূর্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
স্থানীয়রা জানান, মধুপুরে বন্যা আশ্রয়ন কেন্দ্রটির ঢালাই কাজ শুরু করায় আমরা খুবই খুশি এবং আনন্দিত। কর্তৃপক্ষের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এ সময় অন্যান্যদের মধ্যে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

The post মধুপুরে বন্যা আশ্রয়নকেন্দ্রের ঢালাই কাজের উদ্বোধন appeared first on টি নিউজ বিডি.


মধুপুরে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

$
0
0

সাইফুল ইসলাম, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুর বন থেকে ইমদাদুল হক (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার আউশনারা ইউনিয়নের কোনাপাড়ায় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত এমদাদুল হক ওই এলাকার সুরুজ মিয়ার ছেলে এবং সে একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল টিনিউজকে বলেন, পুলিশ খবর পেয়ে বনের ভেতর থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন এক সময় দুর্বত্তরা হত্যা করে লাশ গাছের সাথে বেধে রাখে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

The post মধুপুরে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার appeared first on টি নিউজ বিডি.

মধুপুরে ইমাম ওলামাদের ফ্রান্স বিরোধী বিক্ষোভ

$
0
0

সাইফুল ইসলাম, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুরে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলা ইমাম, ওলামা পরিষদের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। আর এতে উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
সোমবার (২ নভেম্বর) বাদ যোহর হতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে মধুপুর অডিটরিয়াম চত্বরে এসে জড়ো হন ইমাম ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা। বিকালে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুপুর অডিটরিয়াম চত্ত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের পণ্য বর্জন কর, নবীর প্রতি অবমাননা সইবনা, ফ্রান্সকে ঘৃনা করি, মেক্রোর ফাঁসি চাইসহ বিভিন্ন শ্লোগান সম্বলিত নারা রঙ্গের ফেষ্টুন ও ব্যানার দেখা যায়। পরে উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, মাওলানা শরিফুল ইসলামসহ বিশিষ্ট আলেম ওলামা। এছাড়াও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন। সমাবেশে ফ্রান্সের সকল ধরনের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপন জানানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

 

 

The post মধুপুরে ইমাম ওলামাদের ফ্রান্স বিরোধী বিক্ষোভ appeared first on টি নিউজ বিডি.