Quantcast
Channel: মধুপুর –টি নিউজ বিডি
Viewing all 340 articles
Browse latest View live

জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ- ড. আব্দুর রাজ্জাক

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, অর্থ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ। জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে আমরা যুদ্ধ করেছি। আত্মউৎসর্গ করেছি সে ভাষণ আন্তর্জাতিক ঐতিহ্যের তালিকায় উঠেছে। এজন্য আমরা আজ গর্বিত। জাতি হিসেবে আরো এক ধাপ অতিক্রম করেছি। তিনি আরও বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের দেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্ববাসীর সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য এখন তিনি মাদার অব হিউম্যানিটি হিসেবে পরিচিত। দেশের উন্নয়নে মানবতার মা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। দেশকে উন্নত দেশে পরিণত করার স্বপ্ন দেখছি।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর বহুমুখি মডেল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ১৭ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. রাজ্জাক একথা বলেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, ইউপি চেয়ারম্যান সমিতি’র সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, প্রতিষ্ঠান প্রধান সাইফুল ইসলাম প্রমুখ।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী আঁখি আলমগীর।


রুপাকে গণধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠণ ॥ ৩ জানুয়ারি স্বাক্ষ্য গ্রহণ

$
0
0

আদালত সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুরে ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের শিক্ষার্থী রুপা খাতুনকে চলন্ত বাসে গণধর্ষণ ও ঘার মটকে হত্যা মামলার অভিযোগ গঠণ করেছে আদালত। পাঁচ পরিবহন শ্রমিকের বিরুদ্ধে আনা মামলাটি টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বুধবার (২৯ নভেম্বর) অভিযোগ গঠনের নির্ধারিত দিনে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল হাসান আগামী (৩ জানুয়ারি) চাঞ্চল্যকর এ মামলার স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম টিনিউজকে জানান, বুুধবার (২৯ নভেম্বর) আসামীপক্ষের আইনজীবীরা আদালতে চারটি আবেদন করেন। তারা অভিযোগপত্র প্রত্যাহার, মামলার পুনঃতদন্ত, জামিন এবং গাড়ী নিজ জিম্মায় নেয়ার আবেদন করেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ছোঁয়া পরিবহনের সহকারি শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলীর (৫৫) বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত ২০০৩) ৯ এর তিন ধারায় গণধর্ষণের অভিযোগ এবং দন্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ, ২০১ ধারায় লাশ গুমের অভিযোগ এবং ৩৪ ধারায় সহায়তার অভিযোগ আনা হয়েছে চার্জশীটে। চার্জশীটে ৩২জনকে সাক্ষী করা হয়েছে। এদের মধ্যে পুলিশ, চিকিৎসকসহ পাঁচ/ছয়জন সরকারি কর্মকর্তা রয়েছেন। গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপা খাতুনকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষন করে। পরে তাকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যায়। পুলিশ ওই রাতেই তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরদিন বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন।
রুপাকে হত্যার পর ময়মনসিংহ-বগুড়া রুটে চলাচলকারী ছোঁয়া পরিবহনের শ্রমিকরা স্বাভাবিক ছিলেন। ঘটনার পরদিন থেকেই তারা স্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছিলেন। রুপার ভাই ২৮ আগস্ট মধুপুর থানায় এসে লাশের ছবি দেখে রুপাকে সনাক্ত করেন। পরে পুলিশ ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫) এবং সহকারি শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) গ্রেপ্তার করে। পুলিশের কাছে তারা রুপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে। গত ২৯ আগস্ট বাসের তিন সহকারি শামীম, আকরাম, জাহাঙ্গীর এবং গত ৩০ আগস্ট চালক হাবিবুর এবং সুপারভাইজার সফর আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বর্তমানে আসামীরা সবাই টাঙ্গাইল কারাগারে আছে। গত ৩১ আগস্ট রুপার লাশ উত্তোলন করে তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে সিরাজগঞ্জের তাঁরাশ উপজেলার নিজ গ্রাম আসানবাড়িতে নিয়ে দাফন করা হয়। গত ১২ সেপ্টেম্বর ময়নাতদন্তকারি চিকিৎসক সাইফুর রহমান খান ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেন। এতে তিনি উল্লেখ করেন মাথায় আঘাত জনিত কারনে রুপার মৃত্যু হয় এবং মৃত্যু আগে রুপাকে ধর্ষণ করা হয়।

মধুপুরের শিক্ষানুরাগী নিভা রাণী বর্মণের মৃত্যু

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ, মধুপুর কলেজের প্রতিষ্ঠাতা এবং মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনীতিক মহেন্দ্র লাল বর্মণের সহধর্মিনী নিভা রাণী বর্মণ (৯৫) বার্ধক্যজনিত কারণে বুধবার (২৯ নভেম্বর) রাত ১১ টার দিকে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে নিভা রাণী দুই ছেলে, ১ মেয়ে, নাতি নাতনি ও আতœীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মধুপুর কেন্দ্রীয় শশ্মানঘাটে তাঁর অন্তেষ্ট্যক্রিয়া সম্পন্ন হয়।
আঁততায়ীর হাতে স্বামী খুন হওয়ার পরবর্তীকালে নিভা রাণী বর্মণ শিক্ষানুরাগী হিসেবে মধুপুর কলেজ পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার পরিমল কান্তি গোস্বামী, মধুপুর কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মৃতের বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।

মধুপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আজিজ সম্পাদক হাবিব

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ভোরের কাগজের মধুপুর প্রতিনিধি অধ্যাপক আব্দুল আজিজ ও সংবাদের মধুপুর প্রতিনিধি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
নতুন কমিটির সহ-সভাপতি আনছার আলী (সমকাল), আমিনুল হক (ইনকিলাব), সহ-সম্পাদক মোজাম্মেল হক (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ এসএম শহীদ (যুগান্তর)।
কার্যকরী সদস্যরা হলেন- অধ্যাপক গোলাম ছামদানী (ইনডেপেন্ডেন্ট), অধ্যাপক জয়নাল আবেদীন (ইত্তেফাক), এম এ রউফ (দিনকাল), নাজমুছ সাদাৎ নোমান (নয়াদিগন্ত) ও টুটন চন্দ্র দাস (প্রগতির আলো) নির্বাচিত হয়েছে। প্রথম ও দ্বিতীয় অধিবেশনে অধ্যাপক গোলাম ছামদানীর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নাজমুছ সাদাৎ নোমান। এতে বক্তব্য রাখেন অধ্যাপক জয়নাল আবেদীন ও আনছার আলী প্রমূখ। নতুন নির্বাচিত কমিটির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এ সময় প্রেসক্লাবের ১৫ জন সদস্যের মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন।

মধুপুরে মাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ শিক্ষক ছেলের বিরুদ্ধে

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুরে ৭৫ বছরের বৃদ্ধা মাকে মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে আদর্শ ফাজিল মাদরাসার বিএসসি শিক্ষক নাজিম উদ্দিনের বিরুদ্ধে। উপজেলার পোদ্দারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, মধুপুর উপজেলার পোদ্দারবাড়ি গ্রামের মৃত তফেজ উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ছেলে নাজিম উদ্দিন, শামছুল হক, দুলাল উদ্দিন, মোক্তার হোসেন ও মানিক মিয়া মিলে মা আমিনা বেওয়া ও বড় ভাই বাবুল হোসেনকে অশ্লীল গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। জানা গেছে, মায়ের নামের জমি জাল দলিল করে দোকানঘর দখলে নিয়েছেন। এ বিষয়ে মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি ও জেলা রেজিস্ট্রারের কাছে অভিযোগ করেছেন বড় ভাই বাবুল হোসেন।
গত (২৭ নভেম্বর) বাবুলের মা আমিনা বেওয়া এ প্রতিবেদকের সঙ্গে ছেলেদের নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি টিনিউজকে বলেন, নাজিম মাস্টার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে আসে। আমার স্বামীর বসতভিটা থেকে আমাকে ওরা বের করে দিয়েছে। আমি এখন বড় ছেলে বাবুলের সঙ্গে ঢাকায় থাকি এবং মাঝে মাঝে আমার বাবার বাড়িতে থাকি। আমি ছেলেদের বিচার চাই, তা না হলে ওরা আমার বড় ছেলেকে মেরে ফেলবে।
বাবুল হোসেন টিনিউজকে জানান, বৃদ্ধা মাকে দেখাশোনা করি বলে আমার ছোট ভাইরা ময়মনসিংহ সড়কের আমার দোকারঘর দখল করে ভাড়াটিয়াদের বের করে দিয়েছে এবং ভুয়া দাতা সাজিয়ে গত (৩ আগস্ট) ১.১১ শতাংশ জমি জাল দলিল (দলিল নং ৩১৯৬) করেও নিয়েছে। ওরা বণিক সমিতির নির্দেশও অমান্য করেছে।
মধুপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাসুদ টিনিউজকে জানান, বাবুলের মায়ের কাছ থেকে আমি ঘর ভাড়া নিয়ে দোকান করেছি। মাকে নির্যাতনের পাশাপাশি ৫ ভাই মিলে ওর মায়ের সেই ঘরও দখল করে নিয়েছে।
এ বিষয়ে মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সিদ্দিক হোসেন খান টিনিউজকে জানান, নাজিম মাস্টারের নেতৃত্বে বাবুলের ৫ ভাই মা ও বড় ভাইয়ের সঙ্গে খুবই খারাপ আচরণ করতেছে। যা সভ্য সমাজে কোনো ছেলের পক্ষে সম্ভব নয়। একটি কুচক্রী মহল তাদেরকে ইন্ধন দিচ্ছেন বলেও জানান তিনি।
এদিকে, মাকে নির্যাতনের কথা অস্বীকার করে অভিযুক্ত নাজিম উদ্দিন টিনিউজকে বলেন, আমার মা বড় ভাইয়ের সঙ্গেই থাকেন। তাই তাকে আমাদের কাছে আনি না।

মধুপুরে বাস খাদে পড়ে আহত ১২জন

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুরে বাস খাদে পড়ে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার চাড়ালজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার (ওসি) শফিকুল ইসলাম টিনিউজকে বলেন, সকালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দ্রুত গতিতে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস উপজেলার চাড়ালজানি এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ১২জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় মধুপুর হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে মধুপুর উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির যৌথ আয়োজিত এ তথ্য মেলা উদ্বোধন করেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।
মধুপুর অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, টাঙ্গাইল তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, মধুপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরকার, মধুপুর সহিদ স্মৃতি উচ্চ মাধ্যামিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চন্নু, টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাসান আলী ও মধুপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি সাংবাদিক এস এম শহীদ। আলোচনা সভায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বনাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মেলায় সরকারী-বেসরকারী ৩১টি স্টল স্থান পেয়েছে।

১০ ডিসেম্বর মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, কালিহাতী মুক্ত দিবস

$
0
0

আব্দুল্লাহ আবু এহসান, ধনবাড়ী ॥
আজ ১০ ডিসেম্বর মধুপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা এই দিনে বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে হটিয়ে উত্তর টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করেন এবং ৭১ এর ১০ ডিসেম্বর আমাদের দামাল ছেলেরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে এ অঞ্চলে উত্তোলন করেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা।
১৯৭১ সালের মার্চ মাসের শুরুতেই টাঙ্গাইলে গঠন করা হয় স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদ। ২৬ মার্চ থেকে গ্রামে গ্রামে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে সংগঠিত হয় আমাদের দামাল ছেলেরা। ৩ এপ্রিল প্রথম পাক-হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের অবরোধ ভেঙ্গে টাঙ্গাইল শহরে প্রবেশ করে। এদিকে ১০ ডিসেম্বর প্রথম প্রহরে স্থানীয় মুক্তিযোদ্ধারা মধুপুরের পাক-হানাদার বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাক-সেনাসহ ৩ শত রাজাকার আলবদরকে গ্রেফতার করে ঘাঁটিটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মুক্তিবাহিনীর দখলে আসে বিপুল অস্ত্র। ফলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুহূর্তে হানাদার বাহিনী ও তার সেনাদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙ্গে যায় এবং তারা ঢাকার উদ্দেশ্যে পিছু হটতে বাধ্য হয়। এভাবেই শত্রু মুক্ত হয় উত্তর টাঙ্গাইলে মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত।
এদিকে দিবসটি পালন উপলক্ষে আজ রোববার (১০ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।


মধুপুরে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুরের সাংবাদিকদের সাথে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য কর্মকর্তার কার্যালয়। রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ প্রেসব্রিফিং। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস।
বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রেস ব্রিফিং শীর্ষক ওই অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কার্যক্রমের নানাদিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। তিনি সরকারের আগামী দিনের উন্নয়ন ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকদের ভুমিকার গুরুত্ব বর্ণনা করেন। তিনি বলেন, সংবাদপত্র তথা গণমাধ্যম সমাজের দর্পণ এবং সাংবাদিকগণ সমাজের বিবেক। তাই সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের ভূমিকার কথা ভেবে সরকার তার এ সম্পর্কিত ভাবনাকে ছড়িয়ে দিতে এমন বৈঠক করে যাচ্ছে ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন (ইত্তেফাক), ইনডিপেনডেন্ট’র জেলা প্রতিনিধি অধ্যাপক গোলাম ছামদানী, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ (দৈনিক ভোরের কাগজ), সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (সংবাদ), এস.এম শহীদ (যুগান্তর), আমিনুল হক (ইনকিলাব), অধ্যাপক মেজবাহ উদ্দিন (সংগ্রাম), মোজাম্মেল হক (জনতা), নজরুল ইসলাম (মানবজমিন)।

মধুপুরে গণপিটুনিতে কুখ্যাত হাসান ডাকাত নিহত ॥ আহত একজন

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুরে গণপিটুনিতে হাসান আলী (৪০) নামের এক কুখ্যাত ডাকাতের মৃত্যু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) রাতে ডাকাতের গ্রামেই গণপিটুনির এ ঘটনা ঘটে। হাসান মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের গোপিনাথপুর উত্তর পাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত।
ইউপি সদস্য জয়নাল আবেদিনসহ এলাকাবাসী টিনিউজকে জানান, হাসান ডাকাত রোববার (১০ ডিসেম্বর) দুপুরে পাশের উপজেলা ঘাটাইলের সাগরদীঘি এলাকার নারায়ণ চন্দ্রের ছেলে কৃষ্ণ চন্দ্র (৪২) নামের এক অনুসারীকে বড় কাজের কথা বলে বাড়িতে ডেকে আনে। বাড়িতে এনে বিকেলে তার কাছে ৩০ হাজার টাকা দাবি করে। না দিলে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে সুযোগ বুঝে কৃষ্ণ বাড়ি থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় হাসান চোর চোর বলে চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে কৃষ্ণকে আটক করে আসল ঘটনা শুনে দু’জনকে আটকিয়ে পেটাতে থাকে। বেদম পিটুনিতে হাসান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জনতার হাত থেকে কৃষ্ণকে আহত অবস্থায় এবং হাসানের লাশ উদ্ধার করে। রাতেই ময়নাতদন্তের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। আর আহত কৃষ্ণকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত হাসান খুনের মামলাসহ ৫টি মামলার আসামী। আহত কৃষ্ণর বিরুদ্ধেও আছে চারটি মামলা রয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম টিনিউজকে জানান, নিজেদের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে মারমারিতে হাসানের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে আরেকবার সুযোগ দিন- ড. আব্দুর রাজ্জাক এমপি

$
0
0

আব্দুল্লাহ আবু এহসান, ধনবাড়ী ॥
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে আরেকবার সুযোগ দিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল স্বাধীন সার্র্বভৌম বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ। তিনি জীবদ্দশায় সে স্বপ্নের বাস্তবায়ন করে যেতে পারেননি। তাঁর যোগ্য উত্তরসুরি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের উন্নয়নের গতিকে বেগবান করে উন্নয়নের মহাসড়কে চালিত করে যাচ্ছেন। তাঁর দেহে প্রাণ থাকা পর্যন্ত এ উন্নয়নের গতি অব্যাহত থাকবে ইন্শাআল্লাহ।
ড. আব্দুর রাজ্জাক এমপি শনিবার (১৬ ডিসেম্বর) টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের পৃথক মহান বিজয় দিবসের র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, নানাভাবে প্রতিক্রিয়াশীলরা উন্নয়নে বাধা সৃষ্টি করে চলছে। কেউ কেউ বিদেশে অর্থ পাচার করে সেখানে অর্থের পাহাড় গড়ে যাচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
মধুপুর উপজেলা আওয়ামী লীগ ও ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ডাঃ মুরাদ হাসান, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফি উদ্দিন মণি, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।

মধুপুরে ৪ শতাধিক পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ ও বাজার উদ্বোধন

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বনাঞ্চালের রেরীবাইদ এলাকায় ৪ শতাধিক পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ও মহেশগঞ্জ বৈরাগী বাজার নামের একটি নতুন বাজার উদ্বোধন হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি নতুন এ বিদ্যুৎ সংযোগ ও বাজারটি উদ্বোধন করেন।
আদিবাসী নেত্রী উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মকবুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, বাপ্পু সিদ্দিকী, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসি তরুণ তরুণীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

মধুপুরে ১২শ’ পরিবারের মধ্যে একশ’ টিউবওয়েল বরাদ্দ

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলে বসবাসরত বিপদাপন্ন জনগোষ্ঠির পানি, পয়ঃনিস্কাশন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে সুবিধা প্রদান করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ও ফুলবাগচালা ইউনিয়নে ১২শ’ পরিবারের মধ্যে একশ’ টিউবওয়েল স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ নামক একটি সংস্থা এ প্রকল্প গ্রহণ করেছে। ওয়াশ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবার আধা কিলোমিটার দূরত্বের মধ্যে নিরাপদ পানি সহজলভ্যতা নেই এমন পরিবার, ব্যক্তিগত স্বাস্থ্য ও সমষ্টি স্বাস্থ্য পরিবেশ সচেতনতার অভাব ও নলকুপ স্থাপনের সামর্থ্য নেই এমন পরিবার এ প্রকল্পের সুবিধা ভোগী হিসাবে অন্তরভূক্ত হবে। প্রতি ১২টি পরিবারের জন্য একটি নতুন টিউবওয়েল প্লটফরমসহ স্থাপন করা হবে।
এ লক্ষ্যে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভার আয়োজন করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনু, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার জাফর আলম, প্রোগ্রাম অফিসার (টেকনিক্যাল) জাকির হোসেন, এ্যাসিস্টেন্ট প্রজেক্ট অফিসার ফরহাদ তালুকদার, এডমিন এসিস্টেন্ট আজিজুল হক প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

মধুপুরে হেলিকপ্টারে করে নববধুকে বাড়িতে নিয়ে হাজির বর

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুরের সিয়ামুল নাসির (৩০) নামের এক বর তার নববধুকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে এসে এলাকায় সাড়া ফেলে দিয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সিয়ামুল নাসির ও তার নববধুকে বহন করা বিআরবি গ্রুপের হেলিকপ্টারটি বরের মধুপুর উপজেলার কালামাঝি গ্রামের ফসলের মাঠে অবতরণ করে।
এ সময় শতশত নারী-পুরুষসহ অসংখ্য লোকজন বর ও কনেকে এক নজর দেখতে ছুটে আসেন। অনেক ভীড় পড়ে যায়। নিরাপত্তায় মধুপুর থানা পুলিশ এ সময় নিয়োজিত করা হয়। বর মধুপুর উপজেলার কালামাঝি গ্রামের আমান আলীর ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সিয়ামুল নিউজিল্যান্ডে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি করছেন। কনে আবরার (২১) ঢাকার উত্তরার ধনাঢ্য ব্যবসায়ী নাসির উদ্দিনের মেয়ে। আবরার স্নাতক শিক্ষার্থী।
বরের বড় ভাই সাইফুল ইসলাম লেবু টিনিউজকে জানান, শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকার আব্দুল্লাহপুরের স্লুইচগেট এলাকার সি-শেল কমিউনিটি সেন্টারে তাদের বিবাহত্তোর অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে বর নববধুসহ ৬ জন হেলিকপ্টারে চড়ে বাড়িতে আসে। বাড়ির আত্মীয়-স্বজন ধুমধাম করে বর-কনেকে বরণ করে নেন। শনিবার (২৩ ডিসেম্বর) এই গ্রামের বাড়িতেই আতœীয়-স্বজন ও এলাকাবাসীর সম্মানে বৌভাত অনুষ্ঠানের মাধ্যমে বর-কনেকে সংবর্ধনা দেয়া হবে।

মধুপুরে ২শ’ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
সামাজিক অবক্ষয়ের বিষবাস্প, মরণব্যাধী ২শ’ পিচ ইয়াবা বড়িসহ এক মাদক সম্রাজ্ঞী ও দুই মাদক সম্রাটকে গ্রেফতার করেছেন মধুপুর থানা পুলিশ।
মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম জানান, শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে মধুপুর থানার জলছত্র নামকস্থানে মাদক বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ২শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী গ্যাং লিডার বিরেন্দ্র চন্দ্র দাস বিরেন্দ্র (৫৭), মাদক সম্রাজ্ঞী নামে খ্যাত নাছিমা খাতুন (৫০) সাং- জলছত্র, মধুপুর এবং অপর মাদক সম্রাট মিজানুর (৩০) গ্রাম ও থানা ঘাটাইল তাদেরকে গ্রেফতার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাদেরকে শনিবার (২৩ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেলহাসজাতে প্রেরণ কর হয়েছে। পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের এ তিন সদস্যের নামে মাদকের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।


মধুপুরে ভূমিদসুুদের সাথে বন্দুক যুদ্ধে একজন গুলিবিদ্ধ

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
লাভজনকে দেশসেরা জাতীয় সম্পদ ঐতিহ্যবাহী টাঙ্গাইলের মধুপুর রাবার জোনের বৃহৎ পীরগাছা বাগান। আর এই রাবার বাগানেই ভূমি জবরদখলকারীদের সাথে বন্দুক যুদ্ধে বাগানের একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।
রাবার বাগানের ম্যানেজার তোফায়েল আহমেদ টিনিউজকে জানান, রাতের আধারে পীরগাছা বাগানের এক পাশে প্রায় ১১ বিঘা জমির উপর লাগানো উৎপাদন উপযোগী রাবার গাছ বাগানের পাশের গ্রামের মমিনপুরের কুখ্যাত ভূমিদস্যু আব্দুর রাজ্জাক অস্ত্রসশ্রসহ দলবল নিয়ে গাছ কেটে ভূমি জবরদখল করে ঘর তোলার কাজ করছে। এমন খবর পেয়ে বাগানের ম্যানেজার তোফায়েল আহমেদের নেতৃত্বে বাগান রক্ষাকারী আনছার সদস্য ও টেপাররা বাধা প্রদান করলে স্বসশ্র ভূমিদস্যু রাজ্জাক গংদের সাথে গোলাগুলি হয়। গোলাগুলির এক পর্যায়ে স্বসশ্র ভূমিদস্যু দল পালিয়ে যায়। কিন্তু ভূমিদস্যুদের গুলিতে বাগানের টেপার রফিকুল ইসলাম (৩৬) আহত হয়। তার পায়ে গুলি লাগে। পরে শুক্রবার (২২ ডিসেম্বর) রাতেই আহত অবস্থায় তাকে মধুপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। গাছ নিতে আনা ভূমিদস্যুদের ঘোড়াগাড়ীর দুইটি ঘোড়া আটক করা হয়েছে। এ ব্যাপারে বাগানের ম্যানেজার তোফায়েল আহমেদ বাদী হয়ে শনিবার (২৩ ডিসেম্বর) থানায় মামলা করেছে। কুখ্যাত ভূমিদস্যু রাজ্জাক ও তার সহযোগীদের নামে ভূমি জবরদখলের একাধিক মামলা রয়েছে।

মধুপুর জাতীয় উদ্যানের বনের গাছ কেটে জবর দখলের অভিযোগ

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা অফিসের আওতায় মধুপুর জাতীয় উদ্যানের গাছাবাড়ী বিট এলাকায় ঘুঘুর বাজারে আসিম তলায় প্রায় চার বিঘা জমির উপর রোপনকৃত বনের গাছ প্রকাশ্যে কেটে জবর দখলের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ওই এলাকার মিন্টু শর্মা স্থানীয় এক মেম্বারকে সাথে নিয়ে রেঞ্জ ও বিট কর্মকর্তাকে ম্যানেজ করে লাখ লাখ টাকার উডলগ বাগানের গাছ কেটে সাবার করছে। বনের গাছ কাটার নিয়ম অনুযায়ী ১০ বছর মেয়াদ পূর্ণ না হলে গাছ কাটা নিষেধ। গাছের বয়স পরিপক্ক না হলেও কাটার আইন না মেনে অর্থের লোভে বন অফিসের কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উর্ধ্বতনের দোহাই দিয়ে ৪/৫ বছরের পূর্বে রোপনকৃত উডলগ অপরিপক্ক বাগান ধ্বংস করছে। যা পরবর্তীতে পতিত দেখিয়ে জবর দখলের নিকট ভূয়া লিজ দিয়ে আনারস ও কলা চাষের জন্য জায়গা করে দেয়ার পায়তারা করছে মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে।
বিভাগীয় বন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল সাবেক বিভাগীয় বন কর্মকর্তা মাসুদ রানা মোটা অংকের টাকা খেয়ে বদলী বাণিজ্য করে বন প্রহরী আমজাদকে ফরেস্টারের দায়িত্ব দেয়ায় ওই এলাকার বনাঞ্চল হুমকীর মুখে পড়ে। এতে দিনদিন বিভিন্ন ধরনের বাগান ধ্বংস হচ্ছে। পূর্বের বিভাগীয় বন কর্মকর্তা অসিত রঞ্জন পাল অত্যন্ত কর্মদক্ষতার সাথে মধুপুর অঞ্চলে পরিবেশ ও বন রক্ষায় শাল, গজারি ও উডলগ বাগান গড়ে তুলেছিলেন। সময়ের আবর্তে দায়িত্বে থাকা সাবেক বিভাগীয় কর্মকর্তা মাসুদ রানাসহ অদ্যবধি মধুপুরের দায়িত্বে দূর্নীতিবাজ কতিপয় কর্মকর্তাদের ছোবলে বনের চিত্র দিনদিন ধ্বংস হওয়ার উপক্রম হচ্ছে। প্রকাশ্যে ৪/৫ লাখ টাকার বনের গাছ কেটে সাবার করে পতিত বানিয়ে জবর দখলকারীরা নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলেও কর্তৃপক্ষ দায়সারা জবাব দিচ্ছে।
গাছাবাড়ী বিট অফিসের দায়িত্বে থাকা বন প্রহরী আমজাদ হোসেন টিনিউজকে জানান, ৪/৫ বছর পূর্বে ঘুঘুর বাজার আ¤্রতিলায় ৪ বিঘা জমির উপর রোপিত উডলগ বাগান বনের জায়গার উপরে সত্য, জবর দখলকারী মিন্টু শর্মা বনের গাছ কেটে জমি পতিত বানাচ্ছে রাজনৈতিক ক্ষমতায়। এতে আমাদের কিছু করার নেই। টাঙ্গাইল অফিস থেকে এসিএফ স্যার সরেজমিনে এসেছিল উর্ধ্বতনের নিকট ঐ বনের জায়গা কোন বনই ছিল না বলে পতিত দেখিয়ে রিপোর্ট ও প্রতিবেদন প্রকাশ করছেন। আমাদের কিছুই করার নেই।

ধনবাড়ী ও মধুপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট

$
0
0

ধনবাড়ী প্রতিনিধি/ মধুপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুরে স্বাস্থ্য সহকারীরা সোমবার (১ জানুয়ারি) ইপিআইসহ সকাল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট পালন করেছে।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যন্ট এসোসিয়েশন ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মাঠ/ভ্রমণ ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০%, প্রতি ৬ হাজার জনগোষ্ঠির জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগসহ দ্রুত সময়ের মধ্যে শুণ্যপদে নিয়োগ প্রদান এবং ১০% পোষ্যকোটা প্রর্বতন করার দাবীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলদেশ হেলথ এসিসেয়েশন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী নূরনাহার খাতুনের সভাপতিত্বে কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে অবিলম্বে উল্লেখিত ৪ দফা দাবী বাস্তাবায়নের দাবীতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমাছ উদ্দিন, সংগঠনিক সম্পাদক তানিয়া খাতুন, কোষাধ্যক্ষ ফেরদৌসী বেগম প্রমূখ। কর্মসূচি পালনকালে তারা ভেকসিনের বাক্স আটকিয়ে ইপিআইসহ স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রম বন্ধ রাখেন বলে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুর রসুল জাকি জানান। কর্মসূচিতে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।
অপরদিকে মধুপুরে উপজেলাতেও ৪ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী পালন শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপেক্স ক্যাম্পাসে বসে মধুপুর শাখার কর্মরত স্বাস্থ্য সহকারীরা সকাল থেকে কর্মবিরতী পালন শুরু করে।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মানিক, স্বাস্থ্য সহকারী মাহফুজুর রহমান, এইচ আই ইনচার্জ আব্দুল করিম খান, স্বাস্থ্য সহকারী সাহিদা খানম, আব্দুল হালিম ও আমিনুল ইসলাম প্রমূখ। মধুপুর শাখায় কর্মরত ৪৩ জন স্বাস্থ্য সহকারী এ কর্মবিরতীতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতী অব্যাহত থাকবে।

রুপাকে গণধর্ষণের পর হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহণ শুরু

$
0
0

আদালত সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মধুপুরে ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের শিক্ষার্থী রুপা খাতুনকে চলন্ত বাসে গণধর্ষণ ও ঘার মটকে হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহণ করে আদালতে। পাঁচ পরিবহন শ্রমিকের বিরুদ্ধে আনা মামলাটি টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বুধবার (৩ জানুয়ারি) দুপুরে স্বাক্ষ্য গ্রহণের নির্ধারিত প্রথম দিনে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবুল মনসুর মিয়া মামলার স্বাক্ষ্য গ্রহণ করেন।
টাঙ্গাইল আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম টিনিউজকে জানান, বুুধবার (৩ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত আসামী ছোঁয়া পরিবহনের সহকারি শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলীকে (৫৫) আদালতে উপস্থিত করা হয়। তাদের উপস্থিতিতে চাঞ্চল্যকর এই মামলার স্বাক্ষ্য গ্রহণ শুরু হয়। স্বাক্ষ্য গ্রহণের প্রথম দিন নয়জন স্বাক্ষ্য আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে মামলার বাদী মধুপুর অরণখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের স্বাক্ষ্য গ্রহণ নেয়া হয়। পরে আদালত মামলার পরবর্তী তারিখ দেন আগামী (৭ জানুয়ারি)। আসামীদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত ২০০৩) ৯ এর তিন ধারায় গণধর্ষণের অভিযোগ এবং দন্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ, ২০১ ধারায় লাশ গুমের অভিযোগ এবং ৩৪ ধারায় সহায়তার অভিযোগ আনা হয়েছে চার্জশীটে। চার্জশীটে ৩২জনকে সাক্ষী করা হয়েছে। এদের মধ্যে পুলিশ, চিকিৎসকসহ পাঁচ/ছয়জন সরকারি কর্মকর্তা রয়েছেন।
গত (২৫ আগস্ট) বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রুপা খাতুনকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষন করে। পরে তাকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যায়। পুলিশ ওই রাতেই তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পরদিন বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন।
রুপার ভাই গত (২৮ আগস্ট) মধুপুর থানায় এসে লাশের ছবি দেখে রুপাকে সনাক্ত করেন। পরে পুলিশ ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫) এবং সহকারি শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) গ্রেপ্তার করে। পুলিশের কাছে তারা রুপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে। গত (২৯ আগস্ট) বাসের তিন সহকারি শামীম, আকরাম, জাহাঙ্গীর এবং গত (৩০ আগস্ট) চালক হাবিবুর এবং সুপারভাইজার সফর আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বর্তমানে আসামীরা সবাই টাঙ্গাইল কারাগারে আছে।
গত (৩১ আগস্ট) রুপার লাশ উত্তোলন করে তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে সিরাজগঞ্জের তারাস উপজেলার নিজ গ্রাম আসানবাড়িতে নিয়ে দাফন করা হয়। গত (১২ সেপ্টেম্বর) ময়নাতদন্তকারি চিকিৎসক সাইফুর রহমান খান ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেন। এতে তিনি উল্লেখ করেন মাথায় আঘাত জনিত কারনে রুপার মৃত্যু হয় এবং মৃত্যু আগে রুপাকে ধর্ষণ করা হয়।

স্পেশাল অলিম্পিক গেমসে মধুপুরে দুই প্রতিবন্ধির সাফল্য

$
0
0

মধুপুর সংবাদদাতা ॥
এবারের স্পেশাল অলিম্পিক গেমসে টাঙ্গাইলের মধুপুরের দুই বুদ্ধি প্রতিবন্ধি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই দুই বুদ্ধি প্রতিবন্ধি উপজেলার আউশনারা বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবুল হোসেন (১৩) এবং মুক্তা খাতুন (১২)। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবুল হোসেন আউশনারা গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মুক্তা খাতুন বোকারবাইদ গ্রামের আলাউদ্দিনের মেয়ে। তারা দু’জনেই এবারের স্পেশাল অলিম্পিক গেমসে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। অপরদিকে ইয়ূথ ক্লাবের বিভাগীয় পর্যায়েও তারা দু’জন প্রথম স্থান অধিকার করে পুরস্কার পেয়েছে।
আউশনারা বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া নাসরিন টিনিউজকে বলেন, আমাদের বিদ্যালয়ের ২ বুদ্ধি প্রতিবন্ধি শিক্ষার্থী জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করায় বিদ্যালয় তথা এলাকাবাসী সম্মানীত হয়েছে। আমি তাদের আরো সাফল্য কামনা করি।
এদিকে ২ বুদ্ধি প্রতিবন্ধি শিক্ষার্থী সফলতা অর্জন করায় বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিদ্যালয় মাঠে তাদের ২ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী আকবরের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রাবেয়া নাসরিন, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আনছার আলী, সম্পাদক হাবিবুর রহমান, শিক্ষক নূরুল ইসলাম, ফরহাদ হোসের ফেরদৌস প্রমূখ।

Viewing all 340 articles
Browse latest View live